শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ইসহাক আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে ষোল বছরের এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ । গত বুধবার অভিযান চালিয়ে অভিযুক্ত ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয় । ওইদিন উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে ।

মামলার এজাহারে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবন্ধী কিশোরীর মা কাজে ব্যস্ত থাকায় ও তার বাবা জমিতে মাছ মারতে যাওয়ার সুযোগে অভিযুক্ত ইসহাক আলী প্রতিবন্ধী কিশোরীকে পান খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের সুপারি বাগানে নিয়ে যেয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে । এসময় ওই কিশোরী কান্নাকাটি করলে ইসহাক আলী দৌড়ে পালিয়ে যায় । পরবর্তীতে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে ভাঙা ভাঙা ভাষায় এবং ইশারায় তার মাকে ঘটনাটি জানায় । এ ঘটনায় রাতেই ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে । অভিযুক্ত ইসহাক আলী কে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে । এবং ভুক্তোভোগী মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা ।

হয়েছে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com