সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।
রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা হল রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। এসময় জাতীয় দিবস দুটি সফল করতে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা এসএম সাখাওয়াত হোসেন, কৃষি কর্মকর্তা আসমা জাহান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাই পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, জামায়াত নেতা মোহাম্মদ আলী, জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান, আব্দুল মজিদ, প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান লিটন, বাবু লাল মোদক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন৷