বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:: নতুন প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট! অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কিছুদিন আগে। এর পর নতুন গুঞ্জন ছিল রণবীর কাপুরকে নিয়ে। কিন্তু রণবীর-আলিয়া সম্পর্ক পাকিয়ে ওঠার সম্ভাবনাও এখন অতীত। কারণ আলিয়াকে এখন দেখা যাচ্ছে হাইক মেসেঞ্জারের প্রতিষ্ঠাতা কেভিন মিত্তালের সঙ্গে। যদিও আলিয়া বা কেভিন, কেউই এ প্রসঙ্গে মুখ খোলেননি।
কেভিন এয়ারটেলের চেয়ারম্যান টেলিকম টাইকুন সুনীল মিত্তালের ছেলে। ২০১৭’র অক্টোবরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলিয়া আর কেভিনের প্রথম দেখা হয়। আরও একটু সময় নিয়ে নিজেদের সম্পর্কের কথা আলিয়া-কেভিন সবাইকে জানাতে চাইছেন বলেই ঘনিষ্ঠ সূত্রের খবর।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির সময় থেকে প্রকাশ্যে ছিল আলিয়া-সিদ্ধার্থ সম্পর্ক। এর পর ‘ব্রহ্মাস্ত্র’ ছবি এবং মনীষ মালহোত্রার চ্যাট শোতে আলিয়া-রণবীরের একসঙ্গে আসায় গুঞ্জন আরও ছড়ায়। কিন্তু আলিয়া যে আদৌ রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু ভাবছেন, তা মনে হয় না। কারণ কেভিন মিত্তালের সঙ্গে তাকে আজকাল মাঝেমধ্যেই দেখা যাচ্ছে।