সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এখন শুধু তিন তলা বাড়িটির ক্ষুদ্র একটি অংশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়িটির আশপাশে থাকা বাকি স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পাল্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেওয়ার পর ধানমন্ডি-৩২ নম্বরে ফটক ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে বুলডোজার ও ক্রেন দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ছাত্র-জনতা বাড়িটির ওপর তলায় এবং পরে নিচ তলায় আগুন দেয়। এসময় বাড়ির সামনে বুলডোজার ও ক্রেন দেখা যায়। পরে রাত পৌনে ১২টার দিকে বাড়িটি ভাঙা শুরু হয়। ভাঙচুর-আগুনের পর এক্সকাভেটর দিয়ে ভাঙা হয় ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি।
এর আগে রাত ৮টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে জনতা। বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।
সবশেষ বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে বড় একটি নারিকেল গাছও এস্ককেভেটর দিয়ে ভেঙে ফেলতে দেখা যায়।
মূলত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।
এছাড়া জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।