শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ২০০ মিলিয়ন পাউন্ডে বার্সালোনা থেকে পিএ্সজিতে যোগ দিয়ে দারুন শুরু করেছেন নেইমার। একই সাথে মোনাকো থেকে আসা এমবাপ্পে ও আগেই দলটিতে থাকা কাভানিকে নিয়ে গড়ে উঠেছে দারুন আক্রমনভাগ। পিএসজিই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতবে বলে আশাবাদি দলটির সবচেয়ে বড় তারকা নেইমার। একই সাথে দুর্দান্ত আক্রমন ভাগ গঠনে দলে থাকা আক্রমন ভাগের অন্য দুই তারকাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। লিগে এই মুহুর্তে বড় ব্যবধানেই এগিয়ে থেকে শীর্ষে আছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগেও শেষ ষোলতে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই।
নেইমার বলেন, এটা এখনই বলে দেয়া কঠিন। তবে আমরা ভালো করছি। আক্রমন ভাগে আরো দুইজন সেরা তারকা আছে আমাদের। যেকোন দলের বিপক্ষে তারা পার্থক্য গড়ে দিতে সক্ষম। আমরা একত্রে খুবুই ভালো করছি। আমরা আশাবাদী চ্যাম্পিয়নস লিগ শিরোপা আমরাই জিততে পারব।
এমবাপ্পে ও কাভানি সম্পর্কে নেইমার বলেন, আমরা একজন আরেকজনে আরো ভালো ভাবে বুঝতে শিখেছি। আমাদের মধ্যে সম্পর্ক আরো অনেক ভালো হচ্ছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতেই অবশ্য বড় একটি পরিক্ষাই দিতে হবে নেইমারদের। তাদের প্রতিপক্ষ ট্রুনামেন্টের সর্বোচ্চ ও টানা দুইবারের বিজয়ী রিয়াল মাদ্রিদ। ভালোভাসা দিবসের দিনেই প্রথম লেগে মুখোমুখি হবে এই দুই দল।