শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

চিরিরবন্দরে পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-১০

মোঃ দেলোয়ার হোসেন বাদশা,চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃঃ দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের অভিযানে তিনজন নাশকতা মামলার আসামী, মাদক ব্যবসায়ী শরিফা বেগমসহ ৬ মাদক সেবীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলামের নের্তৃত্বে ২২০ পিচ ইয়াবাসহ উপজেলার রানীপুর গ্রামের সাদেক আলীর স্ত্রী মাদক স¤্রাজ্ঞী শরিফা বেগম (২৮) কে আটক করেছে। অপরদিকে রাতেই উপজেলার উচিৎপুর বাজারের কাছ থেকে মাদক সেবন কালীন ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলো উচিৎপুর বাজারের মৃত আমিরুল হক মোল্লার পুত্র তারিকুল ইসলাম (৩০), একই গ্রামের ডাঙ্গাপাড়ার অছিয়ার রহমানের পুত্র রুহুল আমিন (২০), দোয়াপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র সবুজ (২৬), করঞ্জী বাসুপাড়া গ্রামের জালালের পুত্র মোজাম্মেল (৩২), একই এলাকার সৈয়দ আলীর পুত্র মাহফুজ (৩০) ও ভবানীপুর হাজিপাড়া গ্রামের আলিম উদ্দীনের পুত্র খোরশেদুল (৩০)। এছাড়া ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতার মামলায় সাতনালা বাউকুল পাড়ার একরামুল হকের পুত্র মোস্তাক (৩০) ও নশরতপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র খাদেমুল (৩২), দক্ষিন নশরতপুর মজির মাষ্টারপাড়ার মজির উদ্দীনের পুত্র রবিউল ইসলাম (৩২)। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজুর পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com