সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মঙ্গলবার দুপুরে চন্দ্রা এলাকায় অবৈধ স্কায়ার হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টার হাসপাতলকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ।
এ সময় চন্দ্রা স্কায়ার হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টার কে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং লাইন্সেস না পাওয়া পর্যন্ত সম্পর্ণ বন্ধ(সিলগালা)করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ জানান,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে যে কয়টি অবৈধ ক্লিনিক আছে প্রত্যেকটাতে অভিযান পরিচালনা করা হবে।
এ সময় আরে উপস্থিত ছিলেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা