শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

আইনজীবী হত্যা: দুপুরে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আইনজীবী হত্যা: দুপুরে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে এ সমাবেশের ডাক দেয় সংগঠনটি।

এতে বলা হয়, আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলিয়ান করবো। একই সঙ্গে পোস্টে সংযুক্ত থাকা পোস্টারে উল্লেখ করা হয়, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। তবে এই মৃত্যুর জন্য দায়ী কে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি তুলে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, কোনো নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে আইনজীবী সাইফুলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে লোহাগাড়া সাতকানিয়ার ঢাবি শিক্ষার্থীরা। এতে অন্যান্য শিক্ষার্থীরাও অংশ নেন।

এর আগে রাত ৯টার দিকে প্রত্যেক হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভ মিছিল শেষে গায়েবানা জানাজা পড়েন তারা।

অন্যদিকে সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। পরে সংক্ষিপ্ত সমাবেশে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি অবিলম্বে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করা করার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com