মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
ছবি-সংগৃহীত নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: নিজের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেওয়া হবে এসব সিম।
বিটিআরসি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রত্যেক গ্রাহক নিজস্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। এর বেশি সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
কমিশন আরও জানায়, নির্ধারিত সময়ের পর দৈবচয়নের ভিত্তিতে ১০টির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। যেসব গ্রাহক নিজেরা সিম ডি-রেজিস্টার করবেন না, তাদের অতিরিক্ত সিমের সেবা বন্ধ হয়ে যাবে।
বিটিআরসি সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে গ্রাহককে আইনগত জটিলতার মুখে পড়তে হতে পারে। সংস্থাটি বলছে, নির্ধারিত সংখ্যার বেশি সিম অবৈধ হিসেবে গণ্য হবে। অবৈধ সিম ব্যবহারের মাধ্যমে সাইবার অপরাধ, আর্থিক প্রতারণা ও নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিম ডি-রেজিস্টার করতে গ্রাহককে প্রথমে সংশ্লিষ্ট অপারেটরের হেল্পলাইনে (যেমন-১২১) কল করতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর ও অন্যান্য তথ্য যাচাইয়ের পর সিমটি বন্ধ করে দেওয়া হবে।
এছাড়া নিজের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে *১৬০০১# ডায়াল করে ফিরতি মেসেজে সব নম্বর দেখা যাবে। কোনো সিম নিজের না হলে, কিংবা অতিরিক্ত, অপ্রয়োজনীয় বা পুরোনো সিম যেটি এখন আর ব্যবহার করছেন না, সেটি দ্রুত অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বাতিল করতে হবে।