শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামী ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই ফ্যাক্টরি বন্ধ। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও নেই।

টেক্সটাইল মিল মালিকদের বর্তমান আর্থিক সংকট তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের ঋণ পরিশোধের কোনো পথ নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দেনা শোধ করা সম্ভব নয়।

সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দপ্তরে ধর্না দিয়েও কোনো ফল না পাওয়ার অভিযোগ করে বিটিএমএ সভাপতি বলেন, সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছি। কিন্তু সবাই পিলো পাসিংয়ের মতো দায়িত্ব একে অপরের ওপর চাপিয়ে দিচ্ছে।

তিনি অবিলম্বে নীতিগত সহায়তা, ব্যাংক ঋণে রেয়াত এবং দেশীয় সুতা শিল্পকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com