বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে: আব্দুল খালেক

কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে।

‎বুধবার (২২ অক্টোবর) রাতে উলিপুর উপজেলার ধামশ্রেনী ইন্দারারপাড় বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এর আগে বিভিন্ন বাজারে তিনি বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

‎আব্দুল খালেক বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি দেশকে অগ্রগতির ধারায় উপনীত করেছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম এনেছিল।

‎তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিন বার জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রিয় নেতা তারেক রহমান বিদেশ থেকে নেতৃত্ব দিয়ে দল ও আন্দোলনকে সুসংগঠিত করেছেন।

‎তিনি আরো বলেন, আজকে সমস্ত দেশবাসী বিশ্বাস করে যে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে দেশের কল্যাণে এবং মানুষের উন্নয়নে কাজ করবে। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন এলেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

‎এ সময় সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক হামিদুল ইসলাম, ধামশ্রেনী ইউনিয়ন কৃষকদলের সভাপতি হামিদুর রহমান টিপু, সাধারন সম্পাদক মহসীন আলী, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com