বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ শহরের চায়নামোড় চরঝাওগড়া এলাকায় একটি সেতুর স্লাব ভেঙে পড়েছে। এতে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। বৃহস্পতিবার (১৭ জুন) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহের পাটগুদাম-শম্ভুগঞ্জ সড়কের মটকিভাঙ্গা সেতুর মাঝখানের স্লাব ভেঙে গর্ত তৈরি হয়।
জানা গেছে, ময়মনসিংহ শহরের চায়নামোড় চরঝাওগড়া এলাকায় ১৬০ ফুট দীর্ঘ এ সেতুটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ। তবুও এ সেতুটি দিয়ে ময়মনসিংহের সাতটি উপজেলা এবং নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাসসহভারী যানবাহন চলাচল করে। অতিরিক্ত পণ্যবাহী ও মালবোঝাই গাড়ি সেতু দিয়ে পারাপারের সময় বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সেতুর মাঝখানে স্লাব ভেঙে যায়।
ময়মনসিংহ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ। গাড়ি চলাচলের সময় সেতুর স্লাব ধসে যায়। এতে ধীরগতিতে যান চলাচল করছে।
সড়ক ও জনপথের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে এসেছি। স্লাব মেরামত করার জন্য প্রয়োজনীয় সামগ্রী আনা হচ্ছে। আশা করছি, দ্রুত সেতুটি সংস্কার করা সম্ভব হবে।