শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার(২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে, স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা বিএনপি সভাপতি ও ঢাকা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক।
এর আগে শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যানের পুরো রাস্তায় তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী।