মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি॥ স্বামী-স্ত্রী পরিচয়ে রাজশাহী থেকে বাঘায় এসে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন, কলেজ পড়ুয়া এক ছাত্র ও দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী। মিডিয়া কর্মীদের মাধ্যমে এ খবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা। এসময় তারা বৈধ বিবাহ বন্ধনের কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে বাড়ির মালিক মহির মিস্ত্রিকে না পেয়ে তার স্ত্রী শরিফাকেসহ ছাত্রী সুমাইয়া ও ছাত্র শাওনকে নির্বাহি অফিসারের কার্যালয়ে নিয়ে তাদের অভিভাবককে খবর দেন ইউএনও। তাদের অভিভাবকরা আসার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনের প্রত্যেককে ২’শত টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়।
মঙ্গলবার (০৩-০৭-১৮) বিকেল সাড়ে ৫টায় আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও নির্বাহি অফিসার শাহিন রেজা এ রায় প্রদান করেন। জরিমানার টাকা পরিশোধ করে অভিভাবকরা তাদের নিজ নিজ জিম্মায় নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহি অফিসার।
সুত্রে জানা যায়, ১ সপ্তাহ আগে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে প্রতিমাসে ১ হাজার টাকা চুক্তিতে উপজেলার গাওপাড়া গ্রামের মহির মিস্ত্রির বাড়ির এক রুম ভাড়া নেয় শাওন-সুমাইয়া। রাজশাহীর মেহের চন্ডি এলাকার বাসিন্দা আলা উদ্দীনের ছেলে শাওন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও একই গ্রামের আব্দুস সালামের মেয়ে সুমাইয়া জেলার খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।