সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ শুরু

নওগাঁ প্রতিনিধি:: স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী প্রিজাইডিং অফিসার আসমা খাতুন জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংসদ সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পোলিং অফিসার হিসেবে ১২৪ জন প্রিজাইডিং অফিসার ও ৭০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসারসহ মোট ১ হাজার ৪১২ জন দায়িত্ব পালন করবেন।

এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য, সাধারণ কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য, নিরাপত্তায় ১৩টি পুলিশের ভ্রাম্যমাণ দল ও ৩টি স্ট্রাইকিং টিম মোতায়েন থাকবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখতে ছয়টি চেকপোস্ট বসানো হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com