রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিরাজদিখান উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারী) উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক সদস্য সচিব আনসার মোল্লা, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, আমিনউদ্দীন চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার দাস, জ্ঞানদীপ ঘোষ, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো: রাসেল, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো:নাঈম সহ সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ।

দোয়া মাহফিলের সভাপতিত্বে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া মৃত্যু আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি ছিলেন এই দেশের জাতীয় ঐক্যের প্রতীক৷ আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা সবাই তার আদর্শের রাজনীতি করে যাবো৷ যেভাবে গণতন্ত্র রক্ষার সংগ্রাম করে গেছে৷ আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো৷ আমাদের ভিতরে কোন ভেদাভেদ নাই৷ আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক৷”

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া শেখ মোহাম্মদ কওমি মাদরাসার নায়েবে মোহতামিম মুফতী হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com