শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জ র্যাব-১২ এর মাদক বিরোধী আভিযান চালিয়ে বুধবার ১টা ৪০ মিনিটে র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানাধীন ঘড়গ্রাম বদনীলি মধ্যপাড়া গ্রামে মোঃ আব্দুর রশিদের বসত বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ৪০ পিচ ইয়াবা, ০১ টি মোবাইলসেট ও ০২ টি সিমকার্ডসহ মোঃ আব্দুর রশিদ (৫০), পিতা- মৃত কবির ঘড়গ্রাম বদনীলি মধ্যপাড়া থানা- তাড়াশ, জেলা-সিরাজগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।