বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫০ পুড়িয়া হেরোইন সহ রনি (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২২ সেপ্টেম্বর (সোমবার) ভোর রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
রনি সিদ্ধিরগঞ্জ থানাধীন ধনু হাজী রোড এলাকার উসমান গনির ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।