বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

সাপাহারে শেষ পশুর হাটটি জমে উঠেছিল

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ পবিত্র কোরবানীর ঈদের আর ৩দিন বাঁকী, সাপাহার উপজেলা সদরের শেষ পশুর হাটটি জমে উঠেছিল সম্পূর্ন দেশী গরুর সমাহারে। ক্রেতাও নেমেছিল মাত্রাতিরিক্ত অন্যান্য দিনের মত পশুর হাট লাগতে না লাগতেই বাহিরের ক্রেতারা যে গরুটি ধরেছে সেটিই কিনেছে। স্থানীয় অনেক জনসাধারণ পরে গো হাটিতে গিয়ে পছন্দ সই গরু না পাওয়ায় অনেকেই ফিরে এসেছে। কয়েক সপ্তাহ আগে যে গরুটি ৫০হাজার টাকায় বিক্রি হয়েছে ওই একই রকম গরু সাপাহারে শেষ পশুর হাটে ৬৫ থেকে ৭০হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। শনিবারের শেষ হাটে গরুর চেয়ে ক্রেতা সাধারণের সমাগমই বেশী হয়ে ছিল বলে অনেকেই মন্তব্য করেছেন। বিশেষ করে ভারতীয় বিএসএফ সদস্যদের কঠর নজরদারীর কারণেই এবারে সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসায় দেশীয় খামারীগন তাদের পালিত গরু বিক্রি করে বেশ লাভের মুখ দেখেছে। উপজেলা কলমু ডাঙ্গা গ্রামের খামারী আঃ বাসেদ জানান তার বাড়ীর পাশেই সীমান্ত, অন্যান্য বছরের ন্যায় এবরে ভারতীয় কোন পশু দেশে প্রবেশ করেনি। প্রথমে তার খামারের গরু নিয়ে তিনি ভয় পেলেও শেষ পর্যন্ত তিনি অধিক লাভেই তার গরুগুলি বিক্রি করতে পেরেছে। সাপাহারে শেষ পশুর হাটে সর্বচ্চে ১লক্ষ ২০হাজার থেকে ৬০/৬৫হাজার টাকা মূল্যে সচরাচর গরু কেনা বেচা হতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com