মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

সাপাহারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥ “কমাতে হলে সম্পদের ক্ষতি,বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয় এর আলোকে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস রাজশাহী অঞ্চলের সহযোগীতায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, কারিতাস রাজশাহী অঞ্চল এস সি আর ডি এফ প্রকল্প এর জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল হক, রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ, জিল্লুর রহমান, সাপাহার সদর ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী জগন্নাথ প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com