মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

সাতক্ষীরায় শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করে বাজারে ঘোরানোর অভিযোগ, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি ॥
সাতক্ষীরা সদর উপজেলার বলী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানোর অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে। গত রোববার (১৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আজাহারুজ্জামান জানান, এক ছাত্রীকে আলাদাভাবে পড়ানোর অভিযোগ এনে কয়েকজন বিএনপি নেতা-কর্মী তার অফিসের মধ্যে শিক্ষক শফিকুর রহমানকে মারধর করেন। এরপর ১০-১২ জন মিলে তাকে টেনে বের করে বেধড়ক পিটিয়ে বাজারের মধ্যে ঘোরানো হয়। একপর্যায়ে শিক্ষককে স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে রাখা হলে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা গিয়ে তাকে উদ্ধার করে বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

শিক্ষক শফিকুর রহমান তার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, ইউপি বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন।

এ বিষয়ে বলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার বলেন, এটি স্থানীয় কয়েকজনের সঙ্গে শিক্ষকের ধাক্কাধাক্কির ঘটনা। তিনি ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলে দাবি করেন।

একই কথা বলেন বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান। তিনি জানান, শিক্ষকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ পাওয়ার পর তিনি ও স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে গেলে উত্তেজিত জনতা শিক্ষককে টেনে বের করে। এ সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, শিক্ষক শফিকুর রহমানের অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, তিনি উভয় পক্ষকে ডেকে বিষয়টি শুনেছেন এবং শিক্ষককে মামলা করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com