রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সহিংসতা এড়াতে ও বাসিন্দাদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ছিন্নমূল ও সলিমপুরবাসী।
২৫অক্টেবর দুপুরে জঙ্গল সলিমপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রোকন উদ্দিন বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা উপস্থিত ছিলেন। আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় অসহায় ছিন্নমূলবাসীকে পুঁজি করে যারা অপরাধ করছে তাদেরকে জনগণ ক্ষমা করবে না। রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় অপরাধ দমন করা সম্ভব নয়।
গত ৪ অক্টোবর ভোর ৫টায় জঙ্গল সলিমপুরের পার্শ্ববর্তী এলাকা আলীনগর এলাকায় সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে নিরিহ এলাকাবাসীর ঘরবাড়িতে হামলা চালায়। হামলার ভয়াবহতা দেখে ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে সশস্ত্র সন্ত্রাসীদের ১৫ জন সদস্য আটক হয়। পরবর্তীতে আটক হওয়া সন্ত্রাসীদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
রোকন উদ্দিন ও তার সন্ত্রাসীরা দীর্ঘ দিন জঙ্গল সলিমপুরকে পুঁজি করে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, জমি দখল করে আসছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে আমরাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলী নগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, অ্যাডভোকেট আমজাদ, মো. ওমর ফারুক, নুরুল ইসলাম, নুরুল হক ভাণ্ডারীসহ অন্যান্যরা।