বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকা জেলা প্রশাসক মো. তানভীর আহমেদ বলেছেন, সমাজের শান্তি বিনষ্ট করা যাবে না। সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করেই সম্প্রীতি রক্ষা করতে হবে।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৪টায় নবাবগঞ্জের চুড়াইন ঋষিপাড়া এলাকায় একটি দূর্গামন্দির পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তানভীর আহমেদ বলেন, সুন্দরভাবে দুর্গোৎসব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীর ভাই বোনেরা ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে মনিটরিং করা হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় থেকে। যাতে কোনো ধরনের অশুভ শক্তি সামাজিক সম্প্রীতি ও শান্তি শৃংখলা নষ্ট না করে। সরকারের নির্দেশনায় প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করছে। পূজার নবমীর দিনে তিনি হঠাৎ নবাবগঞ্জের কয়েকটি মন্দির পরিদর্শনসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্টোল রুমে সার্বক্ষণিক সেবার ব্যবস্থা কর হয়েছে। কারও কোন অভিযোগ থাকলে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক কাজ করবে প্রশাসন। কোথাও কোনো সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আপনার নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করুন। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে প্রতিটি গ্রামের মানুষ মিলেমিশে বাস করবে এটাই আমাদের প্রত্যাশা।
এসময় মন্দিরগুলোতে পরিদর্শনকালে চুড়াইন, টিকরপুর ও ভাঙাভিটা মন্দিরে কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) আসিফ রহমান, থানার ওসি মমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল কান্তি দে, চুড়াইনের প্যানেল চেয়ারম্যান মো. লিটন প্রমুখ।