বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

সদরপুরে পিআর পদ্ধতির দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের সদরপুরে ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ।

মোঃ সাব্বির হাসান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুরের সদরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন সময়ে তাদের কার্যক্রম নিষিদ্ধের ৫ দফা দাবীতে শুক্রবার বিকেল ৫টার দিকে সদরপুর ফরিদপুর আঞ্চলিক সড়কের পূর্বশ্যামপুর মোড় থেকে হাজার হাজার নেতাকর্মী নিযে বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরপুর প্রেসকাবের সামনে সমবেত হয়। পরে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ হামিদ মাষ্টারের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচী সমাবেশে দ্রæত সংবিধানে পিআর পদ্ধতি অন্তভুক্ত করে এবং তাও আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে তানাহলে অবিলম্বে রাজপথে নামার ঘোষনা দিয়ে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের সহসভাপতি আফতাব উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুক্তার হোসেন, মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা ইচহাক চোকদার, ফরিদপুর জেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ কামাল হোসেন, সদরপুর উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইস্রাফিল হোসেন সহ আরও অনেকে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com