বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু।
রোববার নড়াইলের লোহাগড়া উপজেলা আমলি আদালতে তিনি এ মামলা দায়ের করেন। তবে সকালে মামলাটি দায়ের করলেও বিকালে তা খারিজ করে দেন আদালত। মামলা সূত্রে জানা গেছে, বাদী ফয়জুল আমীর লিটু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বাদী হয়ে তার নামে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উপজেলার চেয়ারম্যান লিটুকে কুখ্যাত সন্ত্রাসী বিকাশ-প্রকাশ গ্রুপের সদস্য, ডাকাত ও একজন পেশাদার খুনি বলে উল্লেখ করেন।
এ ঘটনায় উপজেলার চেয়াম্যানের ১০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে ইউএনওর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাটি রোববার সকালে লোহাগড়া উপজেলা আমলি আদালতে দাখিল করা হয়। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল জবানবন্দি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে বিকালে তিনি মামলাটি আমলে না নিয়ে খারিজ করে দেন।
এ ব্যাপারে চেয়ারম্যান লিটুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ইউএনও মনিরা পারভীন বলেন, জিডির বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ক্ষমতার অপব্যবহার করে আমার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন লিটু।