বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

সকল ধর্মের মানুষের নিরাপদ বাসস্থান হোক দোহার নবাবগঞ্জ – খন্দকার আবু আশফাক

নিজস্ব প্রতিনিধ্: সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রথযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দুপুরে কলাকোপা ও চন্দ্রখোলায় বিশাল জনসমাগমের মাধ্যমে রথকে টানা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন , সকল ধর্মের নিরাপদ বাসস্থল হোক দোহার নবাবগঞ্জ। সকলে মিলে আগামীর সময়গুলো আনন্দে কাটাতে চাই। সনাতন ধর্মীয় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে আগমন উপলক্ষে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ আয়োজন করা হয়ে থাকে। আগামী আগামী ৫ জুলাই শনিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে।

শুক্রবার দুপুর পৌনে ১টায় নবাবগঞ্জের কলাকোপা পোদ্দার বাড়ি রথখোলায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। রথখোলা গিরিধারী মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে আশফাক খন্দকার বলেন, দেশের পরিস্থিতির পরিবর্তন হলেও নবাবগঞ্জ দোহারের সনাতন ধর্মাবলম্বীদের কোন সমস্যা হবে না। এটা স¤প্রীতির এলাকা। আমি আপনাদের আশস্ত করছি, কোন ভয়-শংঙ্কা রাখবেন না। আগে যেমন আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকবো।

সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রথযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সমাজপতি সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ-সভাপতি ওয়াহেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায়, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক, খন্দকার আবু হাসান সবুজ, তারক চন্দ্র সাহা, রনজিত কুমার মন্ডল, গৌর চন্দ্র সরকার, কমল চন্দ্র সরকার, সুকান্ত সরকার, সুনীল সরকার প্রমুখ।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় বলেন, কলাকোপায় প্রায় পাঁচশত বছর আগে থেকে রথযাত্রা উদযাপন অনুষ্ঠান করা হচ্ছে। অনুষ্ঠান উপভোগ করতে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, অন্য ধর্মের লোকেরাও আসেন। বসেছে বষাকালিন মেলা।

দুপুর আড়াইটায় রথে জগন্নাথ দেবের প্রতিষ্ঠার পর ভক্ত-পূণ্যার্থীরা রথের রশি টেনে উৎসব শুরু করে। এছাড়া উপজেলার বর্ধনপাড়া রসরাজ গোসাই’র আঙ্গিনা, চন্দ্রখোলা, গোবিন্দপুর, খলসি ও বান্দুরায় ভক্ত, পূণ্যার্থীরা রথের দঁড়ি টেনে রথযাত্রা উদযাপন করেন। এসব এলাকায় রথযাত্রা অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত পূণ্যার্থীদের আগমন ঘটে।

এদিকে বিকেলে ঢাকার দোহারের আওলিয়াবাদ নামহট্ট সংঘের উদ্যোগে ও জয়পাড়াবাসীর উদ্যোগে পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হয়। দুটো রথযাত্রায় ভক্ত-পূণ্যার্থীরা রশি টেনে জয়পাড়া জগৎবন্ধুর আঙিনায় এসে শেষ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com