বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি

সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন: সিইসি

অনলাইন ডেস্ক:: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্য জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা উনার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করছি।

সংসদ নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, সংস্কার কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, মেজর মো. মামুনুর রশিদ, আঞ্চলিক নির্বাচন কমিল্লা অঞ্চলের কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com