শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
করোনাভাইরাস মোকাবেলায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল কালেকশন বুথ প্রদান করা হয়েছে। শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূইয়ার আর্থিক সহযোগিতায় এই স্যাম্পল বুথ প্রদান করা হয়।
সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের কাছে স্যাম্পল বুথটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ডাঃ এসএম রাশেদুল হাসান রাশেদ, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপাতি ও যুগান্তর প্রতিনিধি মোঃ আওলাদ হোসেন, আলহাজ সেলিম আহমেদ ভূইয়ার সাবেক এপিএস মো. তাজুল ইসলাম, যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জ্বল, মো. তপন শেখ, শরিফুল ইসলাম সাজু, এমরান হোসেন মানিক, ফিরোজ তালুকদার প্রমুখ।