রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন: সভাপতি মো: দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মজিবর রহমান

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় গত শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে এ ভোটার কার্যক্রম চলে। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তাজুল ইসলাম।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: মহিন উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো: আনিসুর রহমান, সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদা খান, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের সদস্যদের উপস্থিতিতে এই ভোটের কার্যক্রম চলে।

নির্বাচনে সভাপতি পদে মো: দেলোয়ার হোসেন (চেয়ার) প্রতিকে ৫৫৭ ভোট, সাধারণ সম্পাদক শেখ মজিবর রহমান (আনারস) প্রতিক ৪৯৮ ভোট, যুগ্ন সাধারণ সম্পাদক জসিম রহমান (প্রজাপতি) ৭৫৯, জহিরুল ইসলাম (হরিন) ৫০৫ ভোট অর্থ বিষয়ক সম্পাদক জানে আলম টিপু প্রতিক (গোলাপ ফুল) ৭২৬ ভোট, আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক আল আমিন মাঝি (সূর্যমুখি ফুল) ৪৩০ ভোট, ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভির (ফুটবল) প্রতিক ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com