বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার এলাকার মোল্লা বাড়ির সামনে সরকারি জায়গার গাছ কর্তন করা হয়েছে। ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আইনউদ্দিন শিকদারের পুত্র আবুল কালাম শিকদারের বিরুদ্ধে এই গাছ কর্তনের অভিযোগ উঠে। কর্তনকৃত ৪/৫টি বড় আকারের কড়ই গাছে আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
স্থানীয়রা জানায়, নতুন বাজার এলাকার মোল্লা বাড়ির সামনে সরকারি খালের পুর্ব পাড় ও একটি পুকুর পাড়ে থাকা গাছগুলো আবু কালাম শিকদার লক্ষাধিক টাকায় বিক্রি করে দেন। রাঢ়িখাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার জানামতে গাছগুলো সরকারি জায়গায়। গাছ কর্তনকারী আবুল কালাম শিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, খাল পাড় ও পুকুরটি লিজসূত্রে আমি গত ৩০ বছর যাবত ভোগদখল করে আসছি। সেই সূত্রেই গাছগুলো আমি কর্তন করি।
শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, এবিষয়ে তিনি অবগত নন। তবে আগামীকাল সরেজমিনে যাবেন। এব্যাপারে রাঢ়িখাল ভূমি সহকারী কর্মকর্তা মো. ওহিদ জানান, এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।