শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে মুসল্লীদের মাঝে বাইসাইকেল ও কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারী) বাদ জুম্মা কল্লিগাও ফোরকানিয়া জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়।
এসো আল্লাহর পথে, এসো দ্বীনের পথে এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের কল্লিগাও বন্ধু মহল, যুবসমাজ ও এলাকাবাসীর আয়োজনে একটানা ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় শিশু মুসল্লীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় জামাতের সাথে নামাজ আদায়কারী শিশু বিজয়ীদের মাঝে ১০ টি বাইসাইকেল এবং বয়োজ্যেষ্ঠ সন্মানিত মুসল্লীদের উন্নত মানের কম্বল উপহার দেওয়া হয়। বাইসাইকেল বিতরণ ও কম্বল উপহার অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।