শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগর উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রীনগর সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ তোফাজ্জল হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারন সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, সেলিম আহমেদ ভূইয়া, যুগ্ম সম্পাদক শেখ মোঃ আলমগীর, মোঃ হারুন উর রশিদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাজাহান খাঁন, সহ সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খাঁন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকু, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, আঃ মান্নান মোড়ল, মোঃ লিটন মোল্লা, মুরাদ হোসেন, জুয়েল লস্কর, সাজেদুল আলম ওপেল, জাকির হোসেন, মোঃ সোহেল রাজ, জসিম রহমান, মোঃ আসিফ প্রমুখ।