মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্টেডিয়াম এসে জরো হয়। এ সময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খাঁন শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন।
পরে র্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।