শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিকল্পধারা বাংলাদেশ এর শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় বাইপাস রোডে বিএনপির উপজেলা কার্যালয়ে এসে যোগদান করে।
বিকল্পধারা বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম ও শ্রীনগর উপজেলা যুবধারার সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র প্রতি আকৃষ্ট হয়ে বিকল্পধারা ছেড়ে শতাধিক নেতা-কর্মীও সমর্থকগণ বিএনপিতে যোগদান করে।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়লসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।