শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শ্রীনগরে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে শ্রীনগরে মশাল মিছিল বের করছে বিএনপির একাংশ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগর স্টেডিয়াম থেকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মীর শরাফত আলী সপু ও বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর সমর্থকরা মশাল মিছিল বের করেছে। মিছিলটি শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এসে শেষ হয়।

পরে এক পথ সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম মাসুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com