সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শ্রীনগর ছনবাড়ীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: মমিন আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি রাহাতুল ইসলাম ভূইয়া রিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতিন সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।