বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুস্পার্ঘ্য, কেককাটা, আলোচনা সভা, র্যালী ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।
জন্মশত বার্ষিকীতে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় শ্রীনগর মুক্তিযোদ্ধা ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় মুক্তিযোদ্ধা, শ্রীনগর থানা, বিকল্প ধারা বাংলাদেশ, শ্রীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে পূস্পার্ঘ্য অর্পন শেষে উপজেলা অডিটোরিয়ামে কেককাটার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহি অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান হাজী মোখলেসুর রহমান, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রমুখ।

একই সময়ে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন শেষে ঝুমুর সিনেমা হলের সামনে কেককাটার আয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এক র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ধালু, আওয়ামী লীগ নেতা আলী আক্কাস মৃধা জীবন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, সাবেক সেচ্ছা সেবকলীগ নেতা নুরুল হক মাসুদ, উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি মোঃ জহিরুল হক নিসাদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিকু প্রমুখ।