বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং কর্মী সম্মেলন ও বৃক্ষ রোপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বাইপাস বাগানবাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। পাটাভোগ ইউনিয়ন জাসাসের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা জাসাস এর সভাপতি শফিউল আলম আজম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আলী সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মুন্সিগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ আশরাফ উদ্দিন খান শুভ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহিম মৃধা ফারুক।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিরাজ তলুকদার, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, কৃষক দলের সদস্য সচিব শেখ মো: অরুন, নবগঠিত পাটাভোগ ইউনিয়ন জাসাস এর সভাপতি মোঃ মজনু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন।