শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধ:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় তন্তর ইউনিয়নে রুশদি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ শ্রীনগর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী আরিফুল হক (মনু) কাজীর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি শেখ মোঃ আব্দুল্লাহ নিজে মুনাজাত পরিচালনা করেন এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনা করেন সেই সাথে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেনো প্রধানমন্ত্রী হতে পারে সেই প্রার্থনা করেন৷