বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:: শ্রীনগরে মহামারী করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিনটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক গ্রহন করার মধ্য দিয়ে করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়।
রোববার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এই টিকা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টিকা প্রদানের সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান ও স্বাস্থ্যকর্মী গণ।
জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রতিদিন এখান থেকে ৪৫০ জন আবেদনকারীকে কোভিট-১৯ প্রথম ডোজ দেওয়া হবে। দ্বিতীয় ডোস দেওয়া হবে ২৮ দিন পর।