শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগন (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরের মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীর পক্ষ থেকে বিকল্প যুবধারার উদ্যোগে ১০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় বিকল্প যুবধারার যুগ্নসম্পাদক আবদুল্লাহ আল-মামুন জানান, এমপি মাহী বি চৌধুরীর পক্ষে উপজেলার বাঘড়া, ভাগ্যকুল ও রাঢ়ীখাল ইউনিয়নের ১০০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছি। এর মধ্যে বাঘড়া ইউনিয়নে ৩০০, ভাগ্যকুল ইউনিয়নে ৪০০ এবং রাঢ়ীখাল ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী উপহার দেওয়া হবে।
তিনি আরো জানান, তিনটি ইউনিয়নে তিন ধাপে এই উপহার সামগ্রী পরিবার গুলোর মাঝে পৌছে দেওয়া হবে। প্রথম ধাপে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টায় বাঘড়া ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হবে। এর পর পর্যায়ক্রমে ভাগ্যকুল ও রাঢ়ীখাল ইউনিয়নের পরিবার গুলোর মাঝে উপহার পৌছে দেওয়া হবে।