শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শ্রীনগরে আরো ২ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৯

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে নতুন করে আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১ জন নারী ও ১ জন পুরুষ। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ডাঃ রেজাউল ইসলাম জানান, নতুন করে আক্রান্ত পুরুষ বেজগাও গ্রামে পূর্বে আক্রান্ত নারীর স্বামী। অপরজন ষোলঘর সেনপাড়া এলাকার এক নারী।

এর আগে আক্রান্ত ৭ জনের মধ্যে ভাগ্যকূল ইউনিয়নের কামারগাও গ্রামের পঞ্চাশোর্ধ ১ পুরুষ, ৩জন উপজেলার গোল্ডেন সিটি এলাকার ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর ও তাদের ৯ বছর বয়সী মেয়ে। বাকী ৩ জন পাটাভোগ ইউনিয়নের বেজগাও গ্রামের ১ নারী ও ফৈনপুর গ্রামের শশুর এবং পুত্রবধু।

ডাঃ রেজাউল ইসলাম আরো বলেন, শ্রীনগর উপজেলা থেকে গত ২৬ এপ্রিল পর্যন্ত করোনা সন্দেহে ৫১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে প্রাপ্ত ফলাফলে ৯ জনের মধ্যে করোনা ভাইরাস সনাক্ত হয়। কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ দেন।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com