শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শ্রীনগরে আওয়ামী অনলাইন লীগের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

স্বপ্নের পদ্মা সেতু এলাকা পরিদর্শন ও জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতঙ্গতা প্রকাশ ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগের কেন্দ্রীয় কমিটির উদ্দ্যোগে মুন্সীগঞ্জের জেলার শ্রীনগরের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টায় শ্রীনগর উপজেলার কলেজ রোডে সভাপতির বাসভবনে এ কর্মসুচি পালিত হয়।

বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগের কেন্দ্রেীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের সভাপত্বিতে ও সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম শান্তর সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র-সহ সভাপতি শামীম রেজা, দ্বিন মোহাম্মদ মাসুদ, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ, মেহেরুন নিপা, কোষাধ্যাক্ষ মোঃ জাহাঙ্গির হোসেন, এম এ সালাম প্রধান, শ্রীনগর উপজেলা আ’লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মালুম, সদস্য লাবলু মৃধা, মেহেদী হাসান রতন প্রমুখ। পরে সংগঠনের নেতা কর্মীরা স্বপ্নের পদ্মা সেতু এলাকায় গিয়ে মিষ্টি বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসুচি শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com