শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিক্ষকদের কর্মবিরতি, তবু রাণীশংকৈল ডিগ্রি কলেজে চলছে পরীক্ষা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
সারাদেশে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি চললেও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে থেমে থাকেনি পরীক্ষা। সোমবার (১৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠুভাবে।

সকাল ১০টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা নির্ধারিত কক্ষে বসে সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছেন। মোট ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৫৯ জন। অনুপস্থিত ছিলেন ৮ জন।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। ঘণ্টা দেওয়ার নিয়মিত কাজটিও করছেন কর্মীরা।

যেখানে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির কারণে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, সেখানে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হলো—এমন প্রশ্নে পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য আহসানুল কবির বলেন, ‘আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা পরিচালনা করছি। এটা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অংশ। তাই কর্মবিরতির মধ্যেও আমাদের পরীক্ষা নিতে হচ্ছে।’

কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেনকে কলেজে না পাওয়া গেলেও মুঠোফোনে তিনি এই প্রতিনিধি কে বলেন ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা পরীক্ষা নিচ্ছি। শিক্ষকরা তাদের দায়িত্ব যথারীতি পালন করছেন।’

উল্লেখ্য, বাংলাদেশ শিক্ষক পরিষদের ৩ দফা দাবিতে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তবে পরীক্ষার স্বার্থে রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতির বাইরে থেকে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com