বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নুরুদ্দিন অপুর নেতৃত্বে গণসংযোগ ও পথসভা

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ ( ভেদরগঞ্জ আংশিক – ডামুড্যা-গোসাইরহাট) আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু-র নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগে অংশ নেন। এ সময় এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। দীর্ঘ সাত বছর পর দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।

ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা শুরু করে মিয়া নুরুদ্দিন অপু নাওডোবা, শরীয়তপুর সদর, বুড়িরহাট, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাটসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভায় মিয়া নুরুদ্দিন অপু বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফেরাতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। বর্তমান সরকারের দমননীতি ও জনগণের কণ্ঠরোধের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে শরীয়তপুরবাসী ঐক্যবদ্ধ। বিএনপি শান্তিপূর্ণ উপায়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে গণআন্দোলন চালিয়ে যাবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না, দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করব – শরীয়তপুর বিএনপির ঘাঁটি। শরীয়তপুর থেকেই আমরা শুরু করতে চাই, বিএনপির তৃণমূলে কোনো বিভেদ নেই; সবাই এক। এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

পথসভায় আরো বক্তব্য রাখেন – কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এস এম ফয়সাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহাম্মেদ ঝিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহাম্মেদ আসলাম,।

এছাড়া ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য হাসেম ঢালী, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান ভুট্টু মজুমদার, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো: আসলাম মাঝি, সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বি এম মোস্তাফা বেপারীসহ প্রমুখ।

পথসভাগুলোতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com