বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
মো: নাসির খান, (শরীয়তপুর) প্রতিনিধি ॥
শরীয়তপুরের সখিপুরে ছয় বছরের কন্যা শিশু তায়েবা হত্যাকান্ডের রহস্য উদঘাটনে নতুন করে আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার (১ অক্টোবর) বিকেলে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন তিনি।
প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে নতুন করে একই এলাকার দেলোয়ার মোল্লার কন্যা শাহনাজ বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, আসামী শাহনাজ বেগমের দেয়া প্রাপ্ত তথ্য মোতাবেক সখিপুরের বালার বাজারে শীতল মাঝির স্বর্নের দোকানে অভিযান চালিয়ে নিহত তায়েবার পরিহিত কানের দুল গলিত স্বর্নপিন্ড অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বর্নকার শীতল মাঝি ও রোজিনা বেগম গ্রেফতারকৃত আসামী শাহানাজের বিরুদ্ধে আদালতে জবানবন্দী প্রদান করেছেন।
স্থানীয়রা জানান, আসামী শাহানাজকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করলে তায়েবা হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন হবে।
গ্রেফতারকৃত আসামীরা হল নিহতের চাচি আয়েশা আক্তার, নাসিমা ও আসিফ। তাদেরকে আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, শরীয়তপুরের সখিপুরে ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের ছয় বছরের কন্যা তায়েবাকে নিখোঁজের দুই দিন পর শুক্রবার দুপুরে শিশুর মরদেহ বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু তায়েবা (৬) স্থানীয় দারুন নাজাত মাদ্রাসা কমপ্লেক্সের নার্সারি শ্রেণির শিক্ষার্থী। এর আগে বুধবার থেকে শিশুটি নিখোঁজ ছিলো।