বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সম্বর্ধনায় সিক্ত নড়াইলের নবনির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের পৌরসভার নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা নড়াইলের ঐহিত্যবাহী লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিটির সাংবাদিকদের সাথে বিজয়োত্তর শুভেচ্ছা বিনিময় করেন।

ইউনিটির উপস্থিত সাংবাদিকসহ অন্যান্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কবি সাহিত্যিকগণ নব নির্বাচিত মেয়রকে সম্মাননা স্মরক ও ফুলেল শুভেচ্ছা জানান। ইউনিটির উপদেষ্টা, কবি ও সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী খায়রুজ্জামান প্রিন্স, উপদেষ্টা কবি লিয়াকত হোসেন, নড়াইল জেলা যুবমহিলা লীগ নেত্রী সঞ্চিতা হক রিক্তা প্রমুখ।

খুলনা বিভাগের প্রথম নির্বাচিত নারী পৌর মেয়র আঞ্জুমান আরা সম্বর্ধনাত্তোর অনুভূতি প্রকাশে প্রথমেই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞাজ্ঞাপন করে বলেন, ‘আমি মেয়র হিসেবে সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই। নড়াইলবাসীর উন্নয়নে সর্বস্তরের ব্যক্তিত্বের সাথে সাংবাদিকদের পাশে চাই।’ এ সময় ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com