রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র উপদেষ্টাদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি::

নড়াইলের ঐতিহ্যবাহী ‘লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র উপদেষ্টাদের সাথে ইউনিটির সাংবাদিকদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিটি কার্যালয়ে মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিটির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান, ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবির প্রমুখ।

উপস্থিত সাংবাদিকদের মধ্যে মতামত প্রদান করেন সাংবাদিক ইমরান হাসান, জান্নাতুল বিশ্বাস, খন্দকার ছদরুজ্জামান, শহিদুল ইসলাম, রাসেল মামুন তুইন, মোঃ আশিকুজ্জামান, নয়ন ইসলাম শুভ, আকিকুর রহমান, রিয়া পারভিন, আব্দুল হামিদ, শ ম কামাল হোসেন রিন্টু, নাজমুল আলম, জনী চৌধুরী প্রমুখ। এ সময় সংগঠনের গণমাধ্যমকর্মীদের কর্মদক্ষতা, উন্নয়ন মুখি কর্মকান্ড আরোও গতিশীল করার লক্ষ্যে বিষাদ আলোকপাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com