বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

লোহাগড়ায় ভূমি সহকারী কর্মকর্তার দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে মিছিল-সমাবেশ

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার দুর্নীতি-অনিয়মের বিচারসহ অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে এলাকাবাসী।

রবিবার (১৪ মার্চ) দুপুরে দিঘলিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিযোগে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ মুস্তাফিজুর রহমান সেবা প্রার্থীদের কাছ থেকে ভয়-ভীতি প্রদর্শনসহ কৌশলে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছেন। করছেন অসদাচরণ। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট ওই ভূূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দিলেও কাজ হয়নি। উপায়ন্তর না পেয়ে এলাকার বীর মুক্তিযোদ্ধারাসহ বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সেবা প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ভূমি কর্মকর্তা তাদের কম টাকার রশিদ দিচ্ছেন। চাহিদা মাফিক টাকা না দিলে সেবা প্রার্থীদের গালিগালাজ করছেন।

কুমড়ি গ্রামের মোঃ আজিজুল শেখের ছেলে মোঃ বালাম শেখ অভিযোগে জানান, ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ মুস্তাফিজুর রহমান আমার কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে ২শত টাকার খাজনা রশিদ (দাখিলা) দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের জমির খাজনাও নিচ্ছেন কয়েকগুণ বেশি। নামজারীর প্রতিবেদনে ভূমির মালিকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।

সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ চান সরদার, বীর মুক্তিযোদ্ধা এসকে, আবু তাহের মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিম খান, বীর মুক্তিযোদ্ধা হারুন সরদার, ব্যবসায়ী মোঃ কামরুল শেখ, উপজেলা আওয়ামী লীগের নেতা সরদার আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, মোঃ কবির হোসেন, শেখ নজরুল ইসলাম, আঃ আজিজ মোল্যা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com