বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি::
মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার এক ব্যবসায়ীর নিজ উদ্যোগে কাশিপুর ইউনিয়নের দুইশত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২০ মে) সকালে উপজেলার ব্যবসায়ী কাশিপুর ইউনিয়নের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারে দুইশত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুলের পিতা বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মান্নান খান, মকবুল শিকদার প্রমুখ।
খাদ্য সমাগ্রীর মধ্যে জন প্রতি ৫ কেজি চাল, ডাল আধা কেজি, চিনি আধা কেজি, আলু দুই কেজি, পিয়াজ আধা কেজি, সেমাই আধা কেজি, ছুলা আধা কেজি ও দুইশত টাকা করে প্রধান করা হয়।